সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেফতার করেছে।


থানার এসআই শহিদুল ইসলাম, এসআই আব্দুস ছত্তার, এসআই ওবায়দুল্লাহ, এএসআই মোঃ সোহেল- এর নেতৃত্বে পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার সৈয়দপুর (আগুনকোনা) গ্রামের আমিরুদ্দিনের ছেলে জিআর-৯৬/২০১৪ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী জাহাঙ্গীর আলম (ইসলাম উদ্দিন), উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আয়াজ উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-০৬(১২)২২ এর আসামী মোঃ আখলাক মিয়া (৫৫), উপজেলার হরিনাকান্দি গ্রামের কৌসিক রনজন দাসের ছেলে দায়রা- ১০২৬/২০, কোতয়ালী সিআর- ২০৬৯/১৯ এর সিআর পরোয়ানাভূক্ত আসামী কবিন্দ্র দাস, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে ফৌঃ কাঃ বিঃ ১৫১ এর গ্রেফতারকৃত আসামী মোঃ সেনুয়ার হোসেন (২৫)। থানা পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শনিবার (২৪ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন