কপি নিউজ ::
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন (৬৫) কে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানানো হয়েছে।


বৃহস্পতিবার সকালে সিলেট শহরের নাইরপুল জামে মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। এসময় সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।


বিকেল ৪টা ১৫ মিনিটে শ্রীরামসি স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে আকমল হোসেন কে দাফন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, সোমরাত রাত দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি গত ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের মতো দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন