না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। মহাতারকার এই মহাপ্রয়াণে ব্রাজিলের মতো গোটা ফুটবল বিশ্ব আজ শোকাহত। স্বাভাবিকভাবেই শোক সবচেয়ে বেশি ব্রাজিলে। তিন বারের বিশ্বকাপজয়ী মহাতারকার সম্মানে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। অবশেষে সব লড়াই থেমে গেল বৃহস্পতিবার রাতে। ৮২ বছর বয়সে চিরবিদায় নিলেন ফুটবল কিংবদন্তি। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত পেলে ১৭ বছর বয়সে বিশ্বকাপ খেলেছিলেন। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনি ৩টি বিশ্বকাপ জয় করেছেন।
উল্লেখ্য, গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। অবশেষে সব লড়াই থেমে গেল বৃহস্পতিবার রাতে। ৮২ বছর বয়সে চিরবিদায় নিলেন ফুটবল কিংবদন্তি। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত পেলে ১৭ বছর বয়সে বিশ্বকাপ খেলেছিলেন। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনি ৩টি বিশ্বকাপ জয় করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন