চিলাউড়া মাছপাড়া ক্রিকেট ক্লাব দীর্ঘদিন যাবৎ সাফল্যের সাথে ক্রিকেট খেলে আসছে।
চিলাউড়া মাঝপাড়া ক্রিকেট ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাবিবুর রহমান এর বিদেশ গমন উপলক্ষ হান্নানপুর ক্রিকেট ক্লাবের সাথে এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয় এতে চিলাউড়া মাঝপাড়া ক্রিকেট ক্লাব ১৫ রানে জয় লাভ করে এবং খেলা শেষে হাবিব এর হাতে বিদায়ী সংবর্ধনা ক্র্যাষ্ট তুলে দেওয়া হয়..
প্রীতি ম্যাচ শেষে বিজয়ের উল্লাস এর পাশাপাশি দুঃখ বেদনা নিয়ে তার বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনাতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল প্লেয়ার এবং কিছু শুভাকাঙ্খী।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব এর প্লেয়ার তুহিন,শিহাব, শাহানুর,ফাহিম, সাব্বির,হাবিব,জাহিদ, তাইম,রবিউল, মহিম সহ আরো অনেকে।
একটি মন্তব্য পোস্ট করুন