বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর শহরের সি/ এ মার্কেট এলাকায় অবস্থিত আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট ( ইউপিএইচসিএসডিপি-২) পিএ-১ জগন্নাথপুরে দরিদ্র পরিবারের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে নগর মাতৃসদন কেন্দ্র ।
বাংলাদেশ সরকার এবং এডিবি- এর আর্থিক সহায়তায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগ কর্তৃক বাস্তবায়িত নগর মাতৃসদন কেন্দ্রে গত বুধবার পৃথক পৃথকভাবে তিনটি পরিবারের তিনজন সন্তান প্রসব হয়।
এর মধ্যে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জগন্নাথপুর পৌর শহরের সি/ এ মার্কেট এলাকার সুমন রায়ের স্ত্রী হিমা রায়ের গর্ভে রাত ৯ টায় পুত্র সন্তান ও নরমাল ডেলিভারি হয় জগন্নাথপুর এলাকার সুজিত পালের স্ত্রী শান্তা পালের গর্ভে রাত ১ টায় পুত্র সন্তান এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী হোসনা বেগমের গর্ভে রাত ৩ টায় পুত্র সন্তান প্রসব করেন।
আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কামিল আহমদ ও ফাইনেন্স ম্যানেজার মোহিত হোসেন তাদের পৃথক সাক্ষাৎকারে জানান নগর মাতৃসদন কেন্দ্রে স্বল্প খরচে গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা, প্রসব- পরবর্তী সেবা, মাসিক নিয়মিত করণ সেবা, গর্ভপাত পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, কিশোর- কিশোরীদের স্বাস্থ্য সেবা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা, ইপিআই সেবা, সংক্রামক ও অসংক্রামন রোগ নির্নয়, প্রজননতন্ত্রের সংক্রমন প্রতিরোধ ও চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, প্যাথলজি ও আলট্রাসনোগ্রাম সেবা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
দরিদ্র পরিবারের লোকজন স্বল্প খরচে মান সম্মত স্বাস্থ্যসেবা পেয়ে অনেকটাই আনন্দিত হয়েছেন এবং মাতৃসদন কেন্দ্রের সাথে সংশ্লিষ্ঠদের প্রতি অভিনন্দন জানান।
একটি মন্তব্য পোস্ট করুন