5নং চিলাউড়া ইউনিয়নের চিলাউড়া গ্রামে এক বিরাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে তোফাজ্জুল হোসাইন দ্বৈত ব্যাটমিন্টন প্রতিযোগিতা-২০২৩ ইং।
টুর্নামেন্ট প্রতিযোগিতায় সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
জগন্নাথপুর উপজেলায় আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপস্থিত ছিলেন ৫নং চিলাউড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহিদুল ইসলাম বকুল,
উপস্থিত ছিলেন 5নং চিলাউড়া ইউনিয়নের আওমী লীগ এর সভাপতি আব্দুল গফুর,
আরো উস্থিত ছিলেন চিলাউড়া গ্রাম এর বাজার সভাপতি:- আব্দুল মালিক (চিলাউড়া মাজপারা) , সাধারণ সম্পাদক :- তাজুদ মিয়া (টেইলার) (চিলাউড়া গুলাপারা পুঞ্জি), অর্থ সম্পাদক: মোছন মাহমুদ চাচা (চিলাউড়া গুলাপারা পুঞ্জি), তাছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে প্রাইস মানি হিসেবে ছিল পনেরো হাজার টাকা প্রথম পুরস্কার।
উক্ত অনুষ্ঠানে ধারাভাষ্য দায়িত্ব পালন করেন রুজেল ইসলাম, লাইভ অনুষ্ঠানে করেন তুহিন আহমেদ (NTV and CTV )
Best Of luck
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন