আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থীরা তাদের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বুধবার (১২ এপ্রিল) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমার শেষ দিনে আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্হ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।


আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র লীগ সভাপতি জুবায়ের আহমদ,


জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ,


জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর,


জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী,মহিলা আওয়ামী লীগের নেত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য সাবিনা সুলতানা,


 উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের অস্হায়ী চেয়ারম্যান আবুল হোসেন লালন, ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক।


প্রসঙ্গত নির্বাচনের তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে ভোট গ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন