ঐতিহাসিক চিলাউড়া গ্রাম এটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার

জগন্নাথপুর উপজেলার পশ্চিম অংশে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথপুর উপজেলার সাবেক ০৯ টি বর্তমান ০৮ টি ইউনিয়নের মধ্যে ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ। চিলাউড়া গ্রামে প্রাচিন কালে লোকবসতি গড়ে উঠেছিল জগন্নাথপুরের বর্তমান চিলাউড়া নামকরণটি আনুমানিক দ্বাদশ শতাব্দীতে হয়েছিল প্রাচীন কিছু নথিপত্র থেকে জানা যায় কিছু তাবলীগ জামাতের লোক ইসলামের দাওয়াত দিতে গিয়ে এই গ্রামে এসেছিলো এবং তাদের ৪০ দিনের একটি চিল্লা ছিল সেই চিল্লা থেকেই চিলাউড়া গ্রাম নামকরণকরা হয়েছিল। তথ্য সূত্র (wikipedia)

গ্রাম এর জনসংখ্যা 

জগন্নাথপুর উপজেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম গ্রাম চিলাউড়া এই গ্রামের জনসংখ্যা প্রায় ২০ হাজার এর কম বেশি হবে।


প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থান

গ্রামের পশ্চিমে রয়েছে বৃহত্তম নলোয়ার হাওর এই হাওরে সমগ্র বাংলাদেশের প্রায় তিন দিনের খাওয়ার ধান উৎপাদন হয়। এবং পশ্চিমে রয়েছে মইয়ার হাওর । 

যেখানে রয়েছে প্রচুর পরিমাণে নদী-নালা-খাল-বিল যার ফলে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয়।


সাধারণ তথ্যাবলি

মসজিদ 16টি ,  আলিয়া মাদ্রাসা 2টি,  কওমি মাদ্রাসা ২টি,  প্রাইমারি স্কুল৫টি,  হাইস্কুল ১টি,  মহিলা মাদ্রাসা ১টি,  হাফিজি মাদ্রাসা ২টি,  গণ শিক্ষা ৩টি (সটিক তথ্য নেই),  আশ্রয় কেন্দ্র ১টি,  শাহী ঈদগাহ ২টি,  স্বাস্থ্য কেন্দ্র ১টি,   কমিউনিটি সেন্টার ১টি,  চিলাউড়া ইউনিয়ন ১টি,  কেন্দ্রীয় খেলার মাঠ ৪টি,   পাড়া বা মহল্লা ১৩টি ( ছোট খাটো আরো আছে)


সম্পুর্ন প্রতিবেদন খুব শিগ্রই আসবে

Post a Comment

নবীনতর পূর্বতন