সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদেশে পাঠানোর নামে তিন লক্ষ টাকা প্রতারনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


জানাগেছে,উপজেলার চিলাউড়া মাঝপাড়ার গ্রামের ওয়াজিদ আলীর ছেলে রিপন মিয়াকে বিদেশ পাঠানোর নামে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া তাজপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সিলেট নগরীর মিরাবাজার এলাকায় বসবাসকারী হাফিজ আবুল কাশেম ৫ লাখ টাকার মাঝে ৩ লাখ টাকা প্রতারনা করেছেন।


থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, হাফিজ আবুল কাশেম রিপন মিয়াকে ইরান পাঠানোর নামে তিন লাখ টাকা প্রতারনা করে নিয়েছে। কিন্তু টাকা দেওয়ার পর রিপন মিয়াকে বিদেশ পাঠানোর সময় পেরিয়ে গেলেও রিপন মিয়াকে বিদেশ পাঠাতে পারেনি আবুল কাশেম। এমনকি সেই টাকাও ফেরত দেয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়ে থানায় আবুল কাশের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ দায়ের করেন রিপন মিয়া। অভিযোগ থেকে আরো যানা যায়, হাফিজ আবুল আবুল কাশেম ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ইরান পাঠানোর প্রস্তাব করেন।


তার প্রস্তাবে রিপন মিয়া রাজি হয়ে ৫ লাখ টাকার মাঝে তিন লাখ টাকা দেন।


কিন্তু বিদেশ পাঠানোর সময় পেরিয়ে গেলেও তাকে বিদেশ পাঠাতে পারেনি আবুল কাশেম। পাসপোর্ট ও টাকা ফেরত চাইলে আবুল কাশেম রিপন মিয়াকে অশ্লিল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। অভিযোগে রিপন মিয়া আরো উল্লেখ করেন, হাফিজ আবুল কাশেম তার টাকা আত্মসাৎ করার লক্ষে বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহন করছে।


এ ব্যাপারে হাফিজ আবুল কাশেম ঘটনা মিথ্যা বলে দাবি করেন এবং সাংবাদিককে খুশি করার প্রস্তাবও দেন।

থানার এএসআই সাইফুদ্দিন জানান, অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন