আজ মঙ্গলবার রৌয়াইল গ্রাম ও রৌয়াইল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং প্রথম রাউন্ডে ম্যাচ এ যে দুটি শক্তিশালী দল মোকাবেলা করে চিলাউড়া হলদিপুর ক্রিড়া পরিষদ বনাম কাতিয়া স্পোর্টিং ক্লাব ।
উক্ত খেলায় নব্বই মিনিটের মধ্যে দুটি দল কোন গোল এর দেখা না পেয়ে খেলাটি পেনাল্টি কে চলে যায়।
পেনাল্টি সুট আউট ফলাফল –
চিলাউড়া ৪ (৫)
কাতিয়া ২ (৪)
পেনাল্টি সুট এ দুই গোলে এগিয়ে থেকে জয়লাভ করেছিল চিলাউড়া হলদিপুর ক্রিড়া পরিষদ।
খেলা উপভোগ করার জন্য ছুটে যায় চিলাউড়া গ্রামের শত শত খেলা প্রেমিক। তাদের কাছে জানতে চাইলে তারা বলে চিলাউড়া গ্রামের যুবসমাজ ও বয়োজ্যেষ্ঠরা ও খেলা প্রেমিক তাই সবসময় তারা খেলাদুলার মাধ্যমে চিলাউড়া গ্রামের নাম আরো উজ্জ্বল করতে চায়।
স্থান: রৌয়াইল স্কুল মাঠ জগন্নাথপুর, সুনামগঞ্জ
একটি মন্তব্য পোস্ট করুন